না চাইতে মানুষ

না চাইতে যে মানুষ হলো,
প্রিয়ার হতে উড়িয়ে দেবার ফানুস হতো
আকাশ রাঙা সবুজ মেখে মেঘের মাঝে বুক ভাসাতো
শব্দে মিশে গল্প হতো
জড়িয়ে থাকা মাল্য হতো
রঙের থেকে রং মাখাতো –
যদি না সে মানুষ হতো।
না চাইতে যে দুঃখ পেলো
ক্লান্ত হলো, কষ্ট ভরা সাগর হলো
একলা চলে বনের পরে বন ফুরালো
না চাইতে সে মৃত্যু হলো
তবু ভালো
যদি না সে মানুষ হতো


- আরিফুল হক তমাল
- ২৯ জুলাই ২০২১