জীবনটা যদি হতো এমন

জীবনটা যদি হতো এমন
জীবনটা যদি হতো এমন, যেন
এক সহস্র এক রজনির রুপকথা
জীবনটা যদি হয়ত আমার লেখা গল্প
নিঝুম রাতে স্তব্ধ রজনীগন্ধা
জীবনটা যদি হতো
মায়ের কোমল আচল ঘেড়া প্রশান্ত কোলের পরে
ভারী নিঃশ্বাস ফেলার চূড়ান্ত অবকাশে
উজ্জ্বল তারাগুলো গুনে ফেলা
জীবনটা যদি হতো আকাশের মতো বাধাহীন
দিনশেষের নিরজন প্রান্তরে ধুলোর ভিড়ে উৎসবে মেতে উঠা
জীবনটা যদি হতো আলাদিনের দেশে
পথ হারিয়ে ঘুরে আসা কোন রঙিন মুহূর্তের ভয়ে
বই এর পাতায় আটকে যাওয়া।