তুমি যেদিন এলে
তুমি যেদিন এলে
ডোরাকাটা হরিণীর মত বিকেল ছিল
সমস্ত শিশু হৃদয় মানুষ
প্রিয় সৌন্দর্য্যের উৎসবে মেতে উঠেছিল
দলে দলে নেমে এসেছিল রাস্তায়
সবচেয়ে মৌলিক আকর্ষণে-
তুমি যেদিন এলে।
তুমি যেদিন এলে
সেদিনই প্রথম অনুভব করি কবিতা
আর কবিতা জুড়ে তোমার কোমল ছায়া
কতদূর বিস্তৃত
তোমাকে দেখেই প্রথম অনুভব করলাম
কবিতার কত অভাব পৃথিবীজুড়ে
কবিতার অভাবে প্রতিদিন আমরা কেমন
বরণ করছি স্নিগ্ধ মৃত্যু
কত প্রাণহানি রক্তপাত
কবিতার অভাবে আমাদের পৃথিবীজুড়ে-
তুমি যেদিন এলে।
তুমি যেদিন চলে গেলে
সেদিনও লাউয়ের মাচায় কোমল রোদ ছিলো
কবিতার অভাব ছিলো
কোনো উৎসব ছিলো না।