এই ভাষাতে
এই কবিতা মায়ের বলা
এই ভাষাতেই আমার চলা
এই ভাষাটা গাঢ় লালের
রক্ত দিয়ে লেখা
এই ভাষাতেই চলছি এবং
স্বপ্ন যে হয় দেখা
এই ভাষাটা তোমার আমার
কৃষক জেলে কুমর কামার
এই ভাষাটায় সবাইকে খুব
আগলে ধরে রাখা
এই ভাষাতেই স্বাধীন পাখি
মেললো যে তার পাখা।
১৬/২/২০১৯
গোল্লাছুট